সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৯টার পর বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হয়।
ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার শপথগ্রহণের পর একযোগে শপথ নেন ১৩ জন উপদেষ্টা। বাকি তিনজন পরে শপথ নেবেন। অনুষ্ঠানে কূটনীতিক ও সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও ছিলেন না আওয়ামী লীগের কেউ।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। একইসঙ্গে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদেরও স্মরণ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে অন্যদের মধ্যে রয়েছেন ফরাস উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম। এদের মধ্যে সুপ্রদীপ চাকমা, ফারুক-ই-আজম ও বিধান রঞ্জন রায় পরে শপথ নেবেন।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি