শবে বরাতে ভিন্ন স্বাদের খাবার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

শবে বরাতে ভিন্ন স্বাদের খাবার

Manual1 Ad Code

kathal_34317

আর মাত্র এক দিন পরেই শবে বরাত। এই দিনটিতে বিভিন্নরকম হালুয়া তৈরি করা হয়। ব্যতিক্রম কিছু হলে নিশ্চয়ই মন্দ হয় না। তেমনই একটি রেসিপি পাকা আমের হালুয়া। আসুন তাহলে জেনে ওেয়া যাক আমের হালুয়া তৈরিতে কি কি লাগবে এবয় কীভাবে তৈরি করবেন।

Manual2 Ad Code

রুমালি রুটি : ময়দা ৩ কাপ, খাবার সোডা আধা চা চামচ, লবণ পৌনে এক চা চামচ, তরল দুধ ১ কাপ বা পরিমাণমতো। প্রণালি : ময়দা, খাওয়ার সোডা ও লবণ একসঙ্গে মেখে নিন। পরিমাণমতো দুধ দিয়ে ময়দা মেখে মসৃণ খামির তৈরি করুন। ভেজা সুতি কাপড় দিয়ে খামির ঢেকে রাখুন ২-৩ ঘণ্টা। এবার খামির ভালো করে ময়ান করে নিন। খামির ১০-১২ ভাগ করে বড় পাতলা রুটি তৈরি করুন। চুলায় বড় কড়াই উল্টো করে বসিয়ে গরম করে রুটি ছেঁকে নিন। রুটি ছেঁকা হলে সুতি কাপড়ে রুটি পেঁচিয়ে রাখুন। পরিবেশন করুন সালাদ, ভাজি বা ভুনা মাংসের সঙ্গে।

Manual1 Ad Code

আলু পরোটা : সিদ্ধ আলু ম্যাশ করা ১ কাপ, ময়দা ১ কাপ, পেঁয়াজ মিহি কুচি কোয়াটার কাপ, কাঁচামরিচ মিহি কুচি ১ চা চামচ, জিরা ভাজা ও গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি : ভাজার তেল ব্যতীত সব উপকরণ একসঙ্গে মেখে নিন। মাখানোটা নরম হয়ে গেলে আরও একটু ময়দা দিন। এবার গোলাকার বা চৌকা শেপের পরাটা বানিয়ে তেলে ভেজে নিন। পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে।

Manual2 Ad Code

ভিন্ন স্বাদের আমের বরফি হালুয়া:-

উপকরণ
সুজি ২ টেবিল চামচ
চিনি ৩ টেবিল চামচ
ঘি ৩ টেবিল চামচ
পাকা আম পাল্প দেড় কাপ
কাজু বাদাম ১০টি
কিশমিশ ১০টি
পানি দুই কাপ
প্রস্তুত ‎প্রণালি : প্রথমে ১ চা চামচ ঘিতে কাজু আর কিশমিশগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। বাকি ঘি দিয়ে সুজিটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখুন। এবার দুই কাপ পানি, চিনি, আমের পাল্প একসাথে করে চুলায় দিন। একটু ঘন হয়ে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে কাজু আর কিশমিশ দিন। নামিয়ে ঠাণ্ডা হলে বরফির মত করে কেটে নিন।
এবার মনের মতো করে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের আমের বরফি হালুয়া।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code