সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল পাঁচটায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্ব ভাদাইর দেউল গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেল স্টেশন সূত্রে জানা যায়- বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে বিভু বৈদ্য (৫৬) নামের এক ব্যাক্তি মারা গেছেন। তাঁর বাড়ি আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানে। শমশেরনগর রেল স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি শ্রীমঙ্গলস্থ রেলওয়ে পুলিশ থানাকে অবহিত করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী ঘটনার কথা স্বীকার করে বলেন, পারিবারিকভাবে কোন প্রকার আপত্তি না থাকায় ও ময়না তদন্ত না করার আবেদনে রাত সাড়ে ৯টায় পরিবার সদস্যদের কাছে বিভু’র লাশ হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি