সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৫
সুরমা মেইলঃ বৃটিশ নাগরিকরা শরণার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন । মাত্র ২৪ ঘণ্টায় ৫ লাখ পাউন্ডেরও বেশি অনুদান দিয়েছেন তারা। জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ পাড়ি দেয়া শরণার্থীদের জন্য বিভিন্ন দাতব্য সংস্থায় হাজার হাজার পাউন্ড জমা পড়ছে। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহায়তা বাজেট বাড়িয়ে ১০০ কোটি পাউন্ডের বেশি নির্ধারণ করেছেন। এ খবর দিয়েছে ডেইলি মেইল। বৃটেনের বিভিন্ন স্থান থেকে মানুষ অর্থ ছাড়াও অনুদান দিচ্ছেন প্রয়োজনীয় নানা সামগ্রী। খাবার থেকে শুরু করে পোশাক ও নানা নিত্যপ্রয়োজীয় জিনিসপত্র সাহায্য দিচ্ছেন তারা। সেভ দ্য চিলড্রেনের তহবিলে ২৪ ঘণ্টার মধ্যে জমা পড়েছে ৫ লক্ষাধিক পাউন্ড। এদিকে ব্রিস্টলের মেয়র জর্জ ফার্গুসন শরণার্থী পরিবারের জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিতে আহ্বান জানিয়েছেন বলে জানা যায়।
Design and developed by ওয়েব হোম বিডি