শরণার্থীদের স্থায়ীভাবে আশ্রয় দেবে সার্বিয়া

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৫

শরণার্থীদের স্থায়ীভাবে আশ্রয় দেবে সার্বিয়া

serbia-pm_650x400_81436309688

সুরমা মেইলঃ বেশকিছু শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয় দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে সার্বিয়া।পূর্ব ইউরোপের এ দেশটির প্রধানমন্ত্রী আলেক্সান্দার বোসিস মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

সার্বিয়ার ব্লিক ট্যাবলয়েড প্রধানমন্ত্রী বোসিস এর উদ্ধৃতি দিয়ে বলেছে, অভিবাসী ঠেকাতে কোনো বেষ্টনী না দিয়ে সার্বিয়া অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক বেশি ইউরোপীয় স্বকীয়তার পরিচয় দিয়েছে।

তবে কতজন শরণার্থী নিতে চান সে সংখ্যা নির্দিষ্ট করে জানাননি বোসিস।

অভিবাসীদের ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্তে আসতে না পারা এবং সঙ্কট সমাধানে কোনো কৌশল নিতে না পারার জন্য ইউরোপীয় দেশগুলোর সমালোচনাও করেছেন তিনি।

বোসিস বলেন, সার্বিয়া এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ না হলেও এ লক্ষ্য নিয়ে তারা এগুচ্ছে। একইসঙ্গে ইউরোপীয় দেশ হিসাবে তারা তাদের দায়িত্বও ভাগ করে নিতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com