বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানী। আর এতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, এসব পুরনো খবর। নতুন খবর হলো চরিত্রটিতে অভিনয় করতে সম্প্রতি ১০কেজি ওজন কমিয়েছেন রণবীর!
জানা গেছে, সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে ওজন ঝরিয়ে রোগা এবং পরে আবার ওজন বাড়িয়ে মোটা, দুই-ই নাকি হতে হবে রণবীরকে। প্রথম সিডিউলের জন্য কমাতে হবে ১০-১২ কিলো, আবার দ্বিতীয় সিডিউলের জন্য বাড়াতে হবে ততটাই।
সঞ্জুবাবার মতো চেহারা বানাতে ইতিমধ্যেই নাকি কসরত শুরু করে দিয়েছেন রণবীর। শরীরের ১০কেজি ওজন ঝড়িয়ে ফেলেছেন নায়ক। আর এই প্রস্তুতির জন্য রণবীরকে সাহায্যও করছেন সঞ্জুবাবাও। ছবিটি ২০১৭ সালে মুক্তি পেতে পারে।