শহিদ জওয়ানদের উদ্দেশ্যে গান গাইবেন অমিতাভ

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

শহিদ জওয়ানদের উদ্দেশ্যে গান গাইবেন অমিতাভ

image_166720_0বিনোদন ডেস্ক :: ভারতীয় শহিদ জওয়ানদের স্মরণে গান গাইবেন অমিতাভ বচ্চন। সমাজকর্মী তরুণ বিজয়ের অনুরোধেই এই সিদ্ধান্ত বিগ বি-র। শোনা যাচ্ছে, তরুণ বিজয় সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন।

সাক্ষাতের পর বিগ বি-কে তিনি অনুরোধ করেন, তিনি যেন উরি হামলা ও বাকি জঙ্গিহানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। আর এরপরেই অমিতাভ সিদ্ধান্ত নেন, সীমান্তে যে জওয়ানরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহিদ হয়েছেন, তাঁদের জন্য গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন তিনি।
এর আগে টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে জাতীয় সংগীত গেয়েছেন অমিতাভ এছাড়াও সম্প্রতি গনেশ চতুর্থীর গান গেয়েছেন অমিতাভ বচ্চন৷ শুধু তাই নয় কাহানী ছবি সহ বিভিন্ন ক্ষেত্রেই সাড়া ফেলেছিল তার কন্ঠ৷
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com