শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা

সুরমা মেইল ডেস্ক :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধ্বার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। এরপর শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন খালেদা জিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ দলগুলো সভাপতি ও সাধারণ সম্পদকরা তাদের অনুসারীদের নিয়ে এ কর্মসূচিতে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com