শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ঘোষণা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ঘোষণা

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২৪ খ্রিষ্টাব্দের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির সূচনা করার লক্ষ্য নিয়েছিলেন তাঁরা। শাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করে ক্যাম্পাসের সমস্যাগুলো প্রশাসনের সামনে উপস্থাপন করতে পারতেন।

 

এক শিক্ষার্থী বলেন, শাকসু ছাড়া শিক্ষার্থীদের পক্ষে বৈধ প্রতিনিধিত্ব অসম্ভব। একই সঙ্গে এটি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মৌখিক আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাঁরা বলেন, প্রশাসন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে বহুবার জানিয়েছে। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি।

Manual8 Ad Code

 

গত ১৯ অক্টোবর শিক্ষার্থীরা মানববন্ধন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রশাসনকে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও প্রশাসন তা ঘোষণা করেনি।

 

শিক্ষার্থীদের ভাষ্যে, ২০২৪-এর গণ-আন্দোলনের চেতনা ও শিক্ষার্থীদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারণ করতে ব্যর্থ হয়েছে। এক বছর পার হলেও গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ দেখা যায়নি।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code