সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২৪ খ্রিষ্টাব্দের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির সূচনা করার লক্ষ্য নিয়েছিলেন তাঁরা। শাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করে ক্যাম্পাসের সমস্যাগুলো প্রশাসনের সামনে উপস্থাপন করতে পারতেন।
এক শিক্ষার্থী বলেন, শাকসু ছাড়া শিক্ষার্থীদের পক্ষে বৈধ প্রতিনিধিত্ব অসম্ভব। একই সঙ্গে এটি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মৌখিক আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাঁরা বলেন, প্রশাসন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে বহুবার জানিয়েছে। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি।
গত ১৯ অক্টোবর শিক্ষার্থীরা মানববন্ধন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন প্রশাসনকে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও প্রশাসন তা ঘোষণা করেনি।
শিক্ষার্থীদের ভাষ্যে, ২০২৪-এর গণ-আন্দোলনের চেতনা ও শিক্ষার্থীদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারণ করতে ব্যর্থ হয়েছে। এক বছর পার হলেও গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ দেখা যায়নি।
(সুরমামেইল/এসবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি