শাকসু নির্বাচন: কমিশন থেকে বিএনপিপন্থী ৪ শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

শাকসু নির্বাচন: কমিশন থেকে বিএনপিপন্থী ৪ শিক্ষকের পদত্যাগ

Manual5 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী চার নির্বাচন কমিশনার।

 

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন ৪ জন নির্বাচন কমিশনার।

 

Manual5 Ad Code

৪ শিক্ষক হলেন- গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেয়া একাধিক শিক্ষক। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এ পদত্যাগপত্র জমা দেন বলে জানান তারা।

 

জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, হ্যাঁ- আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে।

Manual3 Ad Code

 

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন- ১ এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩জন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code