শাকিবের নজর এবার শুভশ্রীর দিকে

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

শাকিবের নজর এবার শুভশ্রীর দিকে

Manual7 Ad Code

download (1)

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : কলকাতায় ‌‘শিকারি’ ছবিটি মুক্তির আগে থেকেই বেশ সরব আলোচনা বাংলাদেশের সুপার স্টার শাকিব খানকে নিয়ে। এরই ভেতরে শিকারি সব রেকর্ড ভেঙে ফেলার পর টলিউডের একাধিক নায়িকারাই একসাথে কাজের ব্যাপারে উত্সাহী হচ্ছেন।

তবে সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, তার পরবর্তী ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী। কিন্তু শুভশ্রীর সাথে কোন ছবিতে, কার প্রযোজনায় কাজ করছেন কিছুই জানালেন না তিনি। শুধু বলেন- ছবির পাত্র-পাত্রী ঠিক থাকলে বাকি সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে।

এদিকে শিকারি ছবির শুটিং করতে লন্ডনে গেলে সেখানেই মূলত আরেকটি শুটিং ইউনিটে ছিলেন শুভশ্রী। তাই দু’জনের শুটিং শেষ হলে বেশ আড্ডায় মজেছিলেন তারা।

Manual1 Ad Code

শাকিব বলেন- কলকাতার মুভিতে কাজ করার পর অনেকেই আসলে কাজ করতে আগ্রহী। সেই তালিকায় নতুনদের থেকে শুরু করে সিনিয়ররাও রয়েছে। কিন্তু দু’জনের কাজের ফাঁকে এই শুভশ্রীর সাথে আড্ডাটা সত্যিই দারুণ ছিল। সেই আলাপের ফাঁকেই দু’জনে ঠিক করলাম আগামী ছবিটি আমরা দুজনে একসাথে করবো।

Manual5 Ad Code

এদিকে, একটি ছবির শুটিংয়ের কাজে লন্ডনে জিত্ ও শুভশ্রী রয়েছেন। সেখানে এই যুগল শুটিংয়ের ফাঁকে সারা সন্ধ্যা শপিংয়েই ব্যস্ত রয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code