সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬
বিনোদন ডেস্ক : দুই বাংলার দুই সুপারস্টার নায়ক শাকিব খান ও জিতের বেলায় একাধিক কাকতালীয় ব্যাপার ঘটেছে। শাকিব দীর্ঘদিন পর আর জিৎ প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দু’একদিন আগে-পরে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, একই দিনে শনিবার (১২ মার্চ) ছবির শুটিংয়ে শাকিব যাচ্ছেন ভারতে আর জিৎ আসছেন বাংলাদেশে।
শনিবার জাকির হোসেন সীমান্তর পরিচালনায় শ্রাবন্তীর বিপরীতে ‘শিকারী’ ছবির শুটিং করতে কলকাতায় গেছেন শাকিব। অন্যদিকে বিকেলের ফ্লাইটে ঢাকায় আসছেন জিৎ। তিনি বাবা যাদবের পরিচালনায় নুসরাত ফারিয়ার বিপরীতে ‘বাদশা’ ছবির শুটিং করবেন।
এই দুই তারকা নায়ককে আনা-নেওয়ার কাজটি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব ও জিতের ছবি দুটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।
কলকাতা যাওয়ার আগে শাকিব জানান, ঘটনাটি বেশ কাকতালীয়। একটু আগে-পরে শিডিউল হলে হয়তো জিতের সঙ্গে দেখা হতে পারতো। শাকিবের দেশত্যাগের তারিখ চূড়ান্তই ছিলো। কিন্তু জিতের ৪ মার্চ ঢাকায় আসার কথা থাকলেও ভিসা জটিলতায় পড়েছিলেন। আর এতেই মিলে গেলো দুই নায়কের ভিনদেশ সফরের দিনটি।
Design and developed by ওয়েব হোম বিডি