সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬
বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস। এক ঈদে এই জুটির তিনটি ছবি মুক্তির রেকর্ডও রয়েছে। গেলো রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের তিন ছবির মধ্যে একটির (সম্রাট) নায়িকা অপু। আসছে ঈদুল আযহায় শাকিব-অপু জুটির কোনো ছবি মুক্তি পাবে কি-না এ নিয়ে চলছে জল্পনা। দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায় ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তার রহস্যজনক আচরণে চিন্তিত শুভাকাঙ্ক্ষীরা। অচিরেই তিনি কাজে ফিরবেন এমন আভাস শোনা গেলেও এর সত্যতা পাওয়া যায়নি। অপুর ফিরে আসার ওপরই নির্ভর করছে আগামী ঈদে শাকিবের কয়টি ছবি মুক্তি পাবে।
এক মাসের মধ্যে অপু ফিরে না এলে ঈদুল আজহায় নতুন নায়িকা বুবলিকে নিয়ে শাকিবের ‘বসগিরি’ মুক্তি পাবে। তালিকায় আরও আছে ‘ধুমকেতু’ (পরীমনি, তানহা), এখানেও অপু নেই।
অপু বিশ্বাস অচিরেই বাকি কাজ শেষ করে দিলে কোরবানির ঈদে শাকিবের আরও কয়েকটি ছবি মুক্তির মিছিলে আসতে পারবে। এগুলো হলো- ‘রাজনীতি’, ‘পাংকু জামাই’, ‘মা’, ‘লাভ ২০১৬’ ও ‘মাই ডার্লিং’। ছবির সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিকাংশ ছবির কাজই শেষের দিকে। এ ক্ষেত্রে অপুর পরিবর্তে অন্য নায়িকা নেওয়াও সম্ভব নয়। অপুর বিকল্প নয়, অপুকেই চান তারা।
Design and developed by ওয়েব হোম বিডি