শান্তিগঞ্জে ভাইয়ের হাতে প্রাণ গেল যুবদল নেতার

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

শান্তিগঞ্জে ভাইয়ের হাতে প্রাণ গেল যুবদল নেতার

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবদলের এক নেতা খুন হয়েছেন।

 

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত নজরুল ইসলাম (৩৫) ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও তার চাচাতো ভাই তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতা চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসতঘরে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

 

এছাড়াও হামলায় নজরুল ইসলামের বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ভর্তি করেছেন স্বজনরা।

 

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, বিষয়টি তাদের পারিবাকি ঘটনা। যেহেতু সে যুবদলের একজন কর্মী। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

(সুরমামেইল/এসকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com