শাবনুরের জনপ্রিয় দশ সিনেমা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

M-14-N-03-31-08-2015

 

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : বাংলাদেশী সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শাবনূর, এখনো তিনি টুকটাক অভিনয় করে যাচ্ছেন। বিশেষ করে অভিনেতা সালমান শাহ’র সাথে, জুটি বেঁধে করা ছবিগুলো তার ক্যারিয়ারের অন্যতম ছবি। এরপর অভিনেতা রিয়াজের সাথেও বেশকিছু জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন। জন্মদিনে তাই শাবনূরের অভিনয় ক্যারিয়ারের দুই জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ও রিয়াজের সাথে ছবিগুলোই ‘শাবনূরের সেরা দশ সিনেমা’য় রাখা হল। এখানে দেখে নিতে পারেন ছবিগুলো: কালেকশন……..

তোমাকে চাই:

 স্বপ্নের ঠিকানা:

বুকের ভিতর আগুন:

 তুমি আমার:

 বিক্ষুভ:

আনন্দ অস্রু:

প্রেমের তাজমহল:

মাটির ফুল:

মোল্লা বাড়ির বউ:

হৃদয়ের বন্ধন:

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com