শাবিতে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্ককায় নিহত ১

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

শাবিতে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্ককায় নিহত ১

526
সুরমা মেইল নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় গাছের সাথে একটি প্রাইভেট কারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) সূত্র জানায়- শনিবার সকালে হঠাৎ করে বিকট শব্দ শুনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের রাস্তার দিকে শিক্ষার্থীরা ছুটে যান। এসময় রাস্তার পাশের একটি গাছের সাথে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২০-৪০০৯) ধাক্কা লেগে পড়ে থাকতে দেখেন।

রাস্তায় একজনের মৃতদেহ ও গাড়ির ভেতর তিনজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি পথচারী ছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com