শাবিতে ছাত্রলীগের ককটেল ও গুলি বিস্ফোরণ : ক্লাস পরীক্ষা বন্ধ, সড়ক অবরোধ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

শাবিতে ছাত্রলীগের ককটেল ও গুলি বিস্ফোরণ : ক্লাস পরীক্ষা বন্ধ, সড়ক অবরোধ

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জেরে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শাবি শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-ছাত্রীরা অবরোধের সৃষ্টি করে।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া, ককটেল ও গুলি বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসে ফুড কোর্ট ও গোল চত্বরে এ ঘটনা ঘটেছে। পরে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী কর্মীরা আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ সম্পাদক ইমরান খান ও তার গ্রুপের কর্মীদের হঠাৎ করেই ধাওয়া করে। পরে তারা দৌঁড়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের দিকে চলে যায়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

হল সূত্রে জানা যায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রিত শাহপরাণ হলের ৪-৫টি কক্ষ ভাংচুর এবং ইমরানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

পরবর্তীতে ইমরানের কর্মীরা উপাচার্য ভবনে এবং সাঈদ, অঞ্জন ও সবুজের কর্মীরা শাহপরাণ হলের সামনে অবস্থান করে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, হঠাৎ করেই সাঈদ, অঞ্জন ও সবুজের নেতৃত্বে তাদের কর্মীরা অস্ত্রসহ আমাদের উপর হামলা করে। এমনকি তারা তাদের কক্ষ ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনাটি ক্ষোভের বিস্ফোরণ উল্লেখ করে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, দীর্ঘদিন ইমরানের কর্মীরা আমার কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছিল। তবে কোন ধরণের ভাংচুরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

শাবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com