শাবিতে হলের সামনেই ছিনতাইয়ের শিকার দুই ছাত্রী

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

শাবিতে হলের সামনেই ছিনতাইয়ের শিকার দুই ছাত্রী

sustsm20150616211343শাবি সংবাদদাতা :: হল থেকে বেরিয়েই ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্রী। সোমবার রাতে বেগম সিরাজুন্নেছা হল চৌধুরী হল থেকে নিজ ছাত্রী হলে ফেরার পথে ছিনতাইয়ের কবলে পরেন সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ওই দুই ছাত্রী।

ছিনতাইয়ের শিকার অর্পনা সাহা জানান, ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি ও তার বান্ধবী প্রমি সিরাজুন্নেসা চৌধুরী হল থেকে বেরিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে  হলের দিকে আসছিলো। সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনের ব্রিজের কাছে আসতেই ভালো বেশ-ভূষা পরিহিত এক কিশোর অপর্নার হাতে থাকা পার্স নিয়ে পাশ্ববতী টিলার দিকে পালিয়ে যায়। পার্সে আনুমানিক ১৭০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। গার্ডকে জানালে গার্ড কাউকে খুজে পায়নি।

এ ব্যপারে ছাত্রী হলের প্রভোষ্ট প্রফেসর ড. আমিনা পারভীনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সামিউল ইসলাম জানান, ‘বিষয়টি আমি শুনেছি। ছিনতাইকারী টিলার পাশ দিয়ে পাশ্ববর্তী গ্রাম দিয়ে বেরিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com