সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
শাবিপ্রবি প্রতিনিধি :
ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে রাজনীতি নিষিদ্ধদের দাবিতে এ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু সেই কথাই অনেকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে বলার চেষ্টা করছেন। যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেই দখলদারি, চাটুকারিতার রাজনীতির রাস্তা বন্ধ হয়, সেখানে ইনিয়ে-বিনিয়ে কথা বলার মানে হয় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আমরা কোনো ধরণের দলীয় রাজনীতি চাইনা। পূর্বে ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতি থাকার ফলে আমরা র্যাগিং কালচারসহ শিক্ষার্থীদের বিভিন্ন সহিংসতায় জড়াতে দেখেছি। হলগুলোতে গেস্টরুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রহসন চালাতে দেখেছি। রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থ হাসিল করার ক্যাম্পাসে দলীয় রাজনীতির পক্ষে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে রাজনীতিতে বেশি মনোযোগী হয়ে উঠেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্যানেল ভিত্তিক রাজনীতির কারণে অনেকের বৈষম্যের শিকার হতে দেখেছি।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘স্বৈরাচারী সরকার পতনের পর বিভিন্ন ক্যাম্পাসে মব জাস্টিস দেখছি। এসব হত্যাকাণ্ড যারা করছেন তারা একসময় বিভিন্ন ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিল। গণ-অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসগুলোকে রাজনীতিমুক্ত করা আমরা চাই সেটা দ্রুত কার্যকর হোক।’
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির হোসেনে, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তাওসিয়া তাকিয়া, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শুভ সরকার সূর্য, স্থাপত্য বিভাগের মুনতাসির মাহিম, বিজনেস স্ট্যাডিস বিভাগের মাহবুবুল ইসলাম পাবন প্রমুখ।
(সুরমামেইল/এসবিএন)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি