সুরমা মেইলঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার রাত ১২টায় এ প্রক্রিয়া শেষ হবে। এবার মোট ৪১ হাজার ২৮৫ শিক্ষার্থী পরীক্ষায় আবেদন করে। এ’ ইউনিটে ১৫,৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটে ২৫,৩১৮ জন ভর্তি পরীক্ষার আবেদন করেছেন।
ভর্তি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।