শাবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

শাবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। গবেষণা ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা। গত বছরের তুলনায় এবার গবেষণা খাতে ৭৯ লাখ টাকা বরাদ্দ বেড়েছে।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

 

২০৫ কোটি টাকার এ বাজেটে মূল খাতগুলোর মধ্যে বেতন-ভাতায় বরাদ্দ রাখা হয়েছে ১১১ কোটি ৯০ লাখ টাকা, বিশেষ সুবিধাসহ মোট বেতন খাতে ৭১ কোটি টাকা, পণ্য ও সেবা খাতে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা, পেনশন খাতে ১৫ কোটি টাকা, আইসিটি খাতে ২ কোটি ৫০ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্য সেবায় ২০ কোটি টাকা ও যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

গবেষণা বরাদ্দের মধ্যে শিক্ষকদের গবেষণায় ৮ কোটি ২০ লাখ, পিএইচডি গবেষণায় ১ কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ এবং উদ্ভাবনী কাজে ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আসবে ১৮৫ কোটি ৭৬ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আসবে ২০ কোটি টাকা।

 

বাজেট উপস্থাপন শেষে উপাচার্য অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, চলতি অর্থবছরের বাজেট আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা করব এই বাজেট বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সর্বোচ্চভাবে কাজে লাগাতে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গবেষণার গুরুত্ব আরো বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক তৈরি করা।

 

তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলো শেষ হলে বিদ্যমান নানা সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

 

(সুরমামেইল/এসবি)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com