শাবি খুলে দেওয়ার দাবিতে উপাচার্যের ভবন ঘেরাও, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

শাবি প্রতিনিধি :: বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে উপাচার্য ভবন ঘেরাওয়ের পর ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে মহাসড়কের অবরোধ তুলে নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।

এদিকে, বিকেল ৪টার দিকে উপাচার্য কার্যালয়ের বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য বিরোধী ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র সারওয়ার তুষার জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীদের ধাওয়া করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ। এ সময় সাধারণ সম্পাদক ইমরান খানকেও হল ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে গুলি ছোড়া হয় ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর রাতভর উত্তেজনা বিরাজ করলে ভোর ৫টার দিকে ছাত্রদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। আর ছাত্রীদের বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়তে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com