শাবি ছাত্রলীগের সংঘর্ষ : ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

নিজস্ব প্রতিবেদক :: ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে চলা অচলাবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে তিনি শাবির উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়াকে ফোন দিয়ে অচলাবস্থা নিরসনে তাৎক্ষণীক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। পাশাপাশি ক্যাম্পাসে সংঘাত সৃষ্টির সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার কথাও বলেন।

শিক্ষামন্ত্রীর ঘনিষ্টজন বলে খ্যাত মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, শাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘার্ষের জেরে বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। যদিও পরে দুপুরে সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা ওই দিন দুপুর থেকে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে।

তবে টানা ২৪ ঘণ্টা আন্দোলন চালিয়ে যাওয়ার পর তাদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তে আজ থেকেই সকল ক্লাস ও পরীক্ষা চলবে। তবে ২৫ তারিখ থেকে কেবলমাত্র আবাসিক ছাত্র হলগুলোতে বৈধ শিক্ষার্থীরা উঠতে পারবেন বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com