শাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার, তিন সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

শাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার, তিন সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

শুক্রবার (২০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো সাইফুল ইসলাম এবং ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের অধ্যাপক বেলাল শিকদার।

 

এরআগে, মেসে নিয়ে অজ্ঞান করে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শান্ত তারা আদনান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।  আদনান বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল ‘নোঙর’-এরও সদস্য ছিলেন। তিনি জুলাইয়ে অভ্যুত্থানের আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন হামলায় তাকে সম্মুখ সারিতেও দেখা যায়।

 

অপরদিকে, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আরেক শিক্ষার্থী স্বাগত দাস পার্থ গত বছরের জুলাইয়ের অভ্যুত্থানে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। তার ফেসবুকে প্রোফইলেও জুলাই আন্দোলনের সমর্থনে ছবি যুক্ত রয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, পার্থ ছাত্রলীগের কর্মী ছিলেন। তবে তিনি তেমন সক্রিয় ছিলেন না।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com