শাবি ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টা : ভাই-বোন কারাগারে

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

শাবি ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টা : ভাই-বোন কারাগারে
shabiশাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিরপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে আটককৃত ভাই-বোনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন- কাওসার আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও তার বোন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ইউনিয়নের পশ্চিম বাইত গ্রামে।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে ক্যাম্পাসে এসে শাবি শিক্ষার্থীকে মারধর করে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কাওসার ও তার বোন। এ সময় শাবির গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. সাজেদুল করিম তাদের আটক করেন।
এ ঘটনায় শাবির শিক্ষার্থী শুক্রবার রাতে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com