শাবি প্রেসক্লাবের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক প্রদর্শনী শুরু

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক প্রদর্শনী শুরু

শাবি প্রতিনিধি :: বিজয়ের ৪৫ বছর উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক দুই দিনব্যপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বেলা সাড়ে ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ড. কবির হোসেন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার অধ্যাপক ড. নারায়ণ সাহা, আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম হাসান জাকিরুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. এ জেড মঞ্জুর রশিদ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ফরহাদ হাওলাদার, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল, সহকারী প্রক্টর আলমগীর কবির, সামিউল ইসলাম, আবু হেনা পহিল, তারিকুল ইসলাম, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সহ-সভাপতি মনিরুজ্জামান, শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল, সহসভাপতি সৈয়দ নবীউল আলম দিপু, সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী প্রমুখ।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি ‘নাইন মান্থস টু ফ্রিডম’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীও করা হচ্ছে এ আয়োজনে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com