সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে প্রাইভেটকারের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো. আতাউর রহমান ও জগন্নাথপুরের কারবিয়া গ্রামের গিয়াস উদ্দিন (৬০)।
আহতরা হচ্ছেন, শাবি শিক্ষক আরিফ আহমদ, ছাত্রী সেলিনা এবং প্রাইভেটকার চালক কালাম।
জানা যায়, শাবি আইপিই বিভাগের শিক্ষক আরিফ আহমদ কয়েকদিন আগে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) কেনেন। তিনি ড্রাইভিং শেখার জন্য আজ শনিবার প্রাইভেটকার চালক আবুল কালামকে নিয়ে বের হন।
প্রত্যক্ষদর্শী মাওলানা রইছ উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে শাবি ক্যাম্পাসের প্রবেশ পথে আরিফ আহমদ গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীসহ শাবির এক ছাত্রীকে ধাক্কা দিয়ে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন এক জন। গুরুতর অবস্থায় ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো. আতাউর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি