শাহজালালে যাত্রীর পেটে সোনার বার

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

শাহজালালে যাত্রীর পেটে সোনার বার

Gold
সুরমা মেইল নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক এক যাত্রীর পেট থেকে নয়টি সোনার বার বের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ‘বিশেষ কৌশলে’ ওই যাত্রীর পায়ুপথ দিয়ে এসব বার বের করেন শুল্ক গোয়েন্দারা। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানে গতকাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশে আসেন রোমান তালুকদার নামের এক যাত্রী। আনুষঙ্গিক কাজ শেষ করে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বাইরে বের হওয়ার সময় তাঁকে দেখে সন্দেহ হয় শুল্ক বিভাগের গোয়েন্দাদের। এ সময় রোমানকে আটককে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। শুল্ক তদন্ত ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, ধাতব বস্তুু শনাক্তকরণ ক্ষমতাসম্পন্ন বিশেষ দরজা দিয়ে রোমানকে প্রবেশ করালে তাঁর শরীরে ধাতব বস্তুুর সন্ধান পাওয়া যায়। এ সময় গোয়েন্দারা ধারণা করেন, এই ধাতব বস্তুু ওই যাত্রীর শরীরের ভেতরে লুকানো আছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন রোমান নামের ওই যাত্রী। সন্দেহের ভিত্তিতে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান শুল্ক গোয়েন্দারা। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর পাকস্থলীর ভেতরে সোনার বারের উপস্থিতি শনাক্ত করা হয় বলে জানান মঈনুল খান।পরে রোমান তালুকদারকে আবারো বিমানবন্দরে নিজেদের হেফাজতে নিয়ে যায় শুল্ক গোয়েন্দা বিভাগ। সেখানে বিশেষ পদ্ধতি ব্যবহার করে তাঁর পায়ুপথ দিয়ে একে একে বের করা হয় নয়টি সোনার বার। সোনার বার উদ্ধারের এ ঘটনাকে বেশ বিরল বলে মন্তব্য করেছেন শুল্ক গোয়েন্দা ও তদনাত বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com