শাহজালালে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৬.৬৫ কেজি ওজনের ৫৭ টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রতিটি স্বর্ণবার ১১৬.৬৫ গ্রাম ওজনের। শনিবার সকাল ৯ টায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা যায়, এই স্বর্ণ মাস্কাট থেকে আগত ফ্লাইটের অভ্যন্তর থেকে 23 A সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ফ্লাইটটি শাজালালে সকাল অবতরন করলে শুল্ক গোয়েন্দার দল তল্লাশি চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দলটি এই অভিযান পরিচালনা করে। অভ্যন্তরীণ কোনো সহায়তা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত ২১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিশেষ এনফোর্সমেন্ট এর অংশ হিসেবে এই স্বর্ণ আটক করা হয়।

আটক স্বর্ণ ঢাকা কাস্টমস হাউস গুদামে জমা দেয়া হবে। পরে পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যংকের ভল্টে জমা দেয়া হবে। আটক স্বর্ণের মূল্য প্রায় ৩.৩৩ কোটি টাকা। এই চোরাচালানের বিষয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com