শাহজালাল ব্রিজে বৃদ্ধ খুন: ছোরাসহ তিন যুবক গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬

শাহজালাল ব্রিজে বৃদ্ধ খুন: ছোরাসহ তিন যুবক গ্রেফতার

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর শাহজালাল ব্রিজের উত্তর পাশে তাজ উদ্দিন আহমদ নামের এক বৃদ্ধ খুনের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে বন্দরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সহকারী কমিশনার

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর সোনারপাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে মো. আবুল কাশেম (২২), দক্ষিণ সুরমার বরইকান্দির শাহজাহান মিয়ার কলোনির মকবুল মিয়ার ছেলে পারভেজ মিয়া ওরফে লিটন (২৬) ও গোপশহরের মৃত আরশাদ আলীর ছেলে মো. নওশেদ ওরফে মোরশেদ মিয়া (৩১)।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে সহকারী কমিশনার মো. নূরুল হুদা আশরাফী জানান- ছিনতাইর সময় বাধা দেয়ায় ওই তিন যুবক তাজ উদ্দিনকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তাজ উদ্দিনের মৃত্যু হয়। গ্রেফতারের সময় কাশেম ও পারভেজের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি ছোরা এবং মোরশেদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নগরীর উপশহর, মেন্দিবাগ, শাহজালাল ব্রিজ ও কাজিরবাজার ব্রিজ এলাকায় ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আশরাফী।

উল্লেখ্য, গত ১৪ জুন সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল ব্রিজের উত্তর পাশ থেকে তাজ উদ্দিন আহমদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাজ উদ্দিন বিয়ানীবাজার উপজেলার নয়া দুবাগ এলাকার মনোয়ার মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com