হযরত শাহজালাল, শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষ: মদনের উদ্দেশ্যে রওয়ানা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

হযরত শাহজালাল, শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষ: মদনের উদ্দেশ্যে রওয়ানা প্রধানমন্ত্রীর

S S PM

সুরমা মেইল নিউজ : হযরত শাহজালাল, শাহপরান (রহ.) এর মাজারও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সিলেট পৌঁছার পরে গাড়িযোগে দুই মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

বেলা ১২টা ২০ মিনিটে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। জিয়ারত শেষে বেলা ১২টা ৫০ মিনিটে তিনি শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১২টা ৫৭ মিনিটে তিনি শাহপরানের মাজারে প্রবেশ করেন। সেখানে মাজার জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে তিনি মদন মোহন কলেজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ রহমত উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com