শাহপরাণ মাজারের পুকুর থেকে যুবকের গলাকাটা লাশ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

শাহপরাণ মাজারের পুকুর থেকে যুবকের গলাকাটা লাশ

Manual4 Ad Code

শাহপরান (রহ:) মাজার পুকুর। ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহপরাণ (রহ.) মাজারের পুকুর থেকে গলাকাটা অবস্থায় হারুন মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

রোববার (২ নভেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে এসএমপির শাহপরান (রহ.) থানা পুলিশ। নিহত হারুন মিয়া (৩০) সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহপরাণ মাজার এলাকায় পুকুরে এক ব্যক্তির নিথর দেহ ভাসতে দেখে মাজার কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, লাশের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা (আঁচড়ের চিহ্ন) রয়েছে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, হারুন মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১ নভেম্বর) তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন (রোববার) সকালে তার লাশ শাহপরাণ মাজারের পুকুর থেকে উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

পুলিশ লাশের সুরতহাল প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

Manual6 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।

 

(সুরমামেইল/এমএমএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code