সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
নিহত বিলাল আহমদের ফাইল ছবি ও লাশ নিয়ে অবরোধ। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহপরান এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এরই প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় ২০ মিনিট পর সড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।
নিহত বিলাল আহমদ ৩৪নং ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। বিলায় পেশায় একজন রংমিস্ত্রি। ওয়ার্ড যুবদলের কর্মী হিসেবে পরিচিত তিনি।
বিলাল আহমদের স্ত্রী ও ৪ বছর বয়সী ও ১০ মাস বয়সী দুই সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে দুই স্কুলছাত্রের ঝগড়া আর তর্কাতর্কির জেরে শাহপরান এলাকায় যুবদল-ছাত্রদলের নেতৃত্বে স্থানীয় মানুষের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষে মনোমালিন্য ও উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার রাতে দুই পক্ষে সংর্ঘষ হয়। এ সময় যুবদল-ছাত্রদলের কিছু নেতা-কর্মী ধারালো অস্ত্র দিয়ে বিলাল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় বিলালকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে বিলালের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এদিকে, ময়নাতদন্তের পর মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে বিলালের লাশ শাহপরান মাজার গেট এলাকায় নিয়ে আসা হয়। তখনই লাশ নিয়ে একদল মানুষ সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তাঁরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিও পালন করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিলাল হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এমএমএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি