শাহপরান এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬

শাহপরান এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

images (3)সুরমা মেইল নিউজ : সিলেট মহানগরীর শাহপরাণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার শাহপরাণ এলাকা থেকে তপন (৪০) নামের ওই ব্যক্তির  মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত তপন নগরীর শিবগঞ্জ সোনারপাড়ার বিরেন দাসের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়- সকালে রাস্তায় তপনের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান- নেশা জাতীয় দ্রব্য পান করে তার মৃত্যু হয়েছে।  তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com