শাহপরান মাজারে নিষিদ্ধ হল গান-বাজনা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

শাহপরান মাজারে নিষিদ্ধ হল গান-বাজনা

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে প্রতিবছর ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটে আসছিল। তার প্রতিবাদে শুক্রবার (৬ সেপ্টেম্বর) মাজার গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের কয়েক ঘণ্টা পরেই অর্থাৎ রাতেই মাজারে গান-বাজনা সম্পূর্ণরুপে নিষেধ করা হয়েছে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে শাহপরাণ (রহ.) মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ বলেন, মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণরুপে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাউকে বাদ্যযন্ত্র নিয়ে না আসার আহবান জানাচ্ছি। প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় মাদকের ব্যবসা হয়। যা আমরা কোনোভাবেই সমর্থন করি না। এসবের তীব্র নিন্দা জানাই। কেউ যদি আবারো মাজারে গান-বাজনা করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব।

 

শুক্রবার গান-বাজনাসহ সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে শুক্রবার সিলেট মহানগরের হযরত শাহপরান (রহ.) মাজার গেট সংলগ্ন বাজারে ছাত্র-জনতা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির উদ্যোগে বিশ্ব বরেণ্য ওলিয়ে কামেল হযরত শাহপরান (রহ.) এর পবিত্র মাজারকে কেন্দ্র করে ওরসের নাচ-গান, মদ-জুয়া, গাঁজা, অশ্লীল নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদরাসার মহাদ্দিস শাহ মমশাদ আলী, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত্-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ, শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com