শাহরুখই অপুর জীবনের প্রথম বয়ফ্রেন্ড

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬

শাহরুখই অপুর জীবনের প্রথম বয়ফ্রেন্ড

Manual4 Ad Code
opu
সুরমা মেইল বিনোদন ডেস্ক : অপুর প্রথম প্রেমিক কে? সম্প্রতি একটা সাক্ষাতকারে সেই কথাই জানিয়েছেন নায়িকা। বলিউড বাদশাহ শাহরুখ খানকে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত ‘কিং অব রোমান্স’ খ্যাত শাহরুখের। আর এই শাহরুখই অপুর জীবনের প্রথম ‘বয়ফ্রেন্ড’। তবে এমন কথা যে অপু শুধু রসিকতার ছলেই বলেছেন সেটা ফুটে ওঠে তার কথার মাধ্যমেই।
অপু বলেন, ‘ছোটবেলায় পুজা থেকে শাহরুখের বড় বড় পোস্টার কিনে পড়ার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতাম। আর বান্ধবীদের বলতাম, শাহরুখকে তোরা ‘জামাইবাবু’ বলে ডাকবি। খুবই পছন্দ করতাম শাহরুখকে। সেই সব কথা মনে আসলে এখনও প্রচন্ড হাসি পায়।’
বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন-এর ‘কাল সকালে’ ছবির মাধ্যমে আলো ঝলমল রূপালী জগতে পা রাখেন বগুড়ার মেয়ে অপু। ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে অপু ছাড়াও মূল ভূমিকায় অভিনয় করেছিলেন শাবনূর, রিয়াজ ও ফেরদৌসের মত বড় তারকারা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code