শাহাদাতকে সাময়িক বহিষ্কারই করা হয়েছে-বিসিবি

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

শাহাদাতকে সাময়িক বহিষ্কারই করা হয়েছে-বিসিবি

20150912002440gf

সুরমা মেইলঃ শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ফেঁসে গেছেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। শনিবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, শাহাদাতকে ক্রিকেটের বাইরেই থাকতে হবে, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। বিসিবি এই বিষয়ে এই পেসারের পাশে থাকবে না। কোনো ছাড়ও দিবে না।

রোববার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর জানিয়েছেন, শাহাদাতকে সাময়িক বহিষ্কারই করা হয়েছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিসিবির কোনো কার্যক্রমেই অংশ নিতে পারবেন না এই পেসার।

মিরপুরে  সাংবাদিকদের বিসিবির সিইও জানান, “জাতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে শিশু নির্যাতনের। বিষয়টা আইনী প্রক্রিয়াধীন আছে, তদন্ত হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগ আছে তারা বিষয়টা দেখছেন। এক্ষেত্রে বোর্ডের একটা সিদ্ধান্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিষয়টা সমাধান না হয়, তদন্তকারী কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রিপোর্ট না পাই, ততদিন পর্যন্ত জাতীয় দলের এই পেসারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কার্যক্রমে তার অংশগ্রহণ স্থগিত রাখবো। তাকে অংশগ্রহণ করতে দেব না।”

তিনি আরও বলেন, “বিসিবির কোনো কার্যক্রম যেমন কোনো ট্রেনিং, প্র্যাকটিস ক্যাম্প, কোনো ধরনের ক্রিকেট টুর্নামেন্টে তার অংশগ্রহণ আপাতত স্থগিত রাখছি।”

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com