সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : চুয়াডাঙ্গার নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। দামুড়হুদার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদী আলমকে লাঞ্ছিত করার ঘটনায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
তারা হলেন, ক্যাম্প ইনচার্জ সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নির্দেশে রবিবার রাত ৮টার দিকে তাদের ক্লোজড করে পুলিশ লাইনে আনা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় শিক্ষক আসাদী আলমসহ ৬/৭ জন শিক্ষক নাটুদাহ আটকবর মোড়ে বসে গল্প করছিলেন। এ সময় নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সার্জেন্ট নুরুজ্জামানের নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ যানবাহন আটকে অর্থবাণিজ্য করছিল। এতে শিক্ষকরা বাধা দিলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে শিক্ষক আসাদী আলমকে লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়। পরে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে রবিবার সকালে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দেন শিক্ষকরা।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্মারকলিপি পাওয়ার পর পুলিশ সুপার ঘটনা তদন্ত করেন। সত্যতা পেয়ে সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করেন।
Design and developed by ওয়েব হোম বিডি