শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে করছেন ইমরান এইচ সরকার

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

সংগৃহীত

সুরমা মেইল ডেস্ক :: প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষ বছরের শেষ দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ. সরকার ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নন্দিতা নাদিয়া ইসলাম।

ইমরান এইচ সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুক্রবার  দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে ইমরান ও নাদিয়াকে আংটি পরানো হয়েছে। গায়ে হলুদের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে পারিবারিক আবহে।

শনিবার  মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে।

নন্দিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক। আর ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত মুখ। কয়েকদিন ধরেই পারিবারিকভাবে তাদের বিয়ের কথাবার্তা চলছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com