সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৬ বছরের বিএনপির লড়াই চূড়ান্ত করেছে শিক্ষার্থীরা। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু এই লড়াই শেষ হয়ে যায়নি। পাশের একটি দেশ স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাইফুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনো বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। লাভের কাছে বিএনপি আত্মসমর্পণ করে না। বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র। তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, এম সাইফুর রহমান দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতির ভিত রচিত হয়। তিনি নিজের যোগ্যতা এবং দক্ষতায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। যুগে যুগে এই ক্ষণজন্মা পুরুষকে দেশবাসী স্মরণ করবে।
তিনি আরও বলেন, এম সাইফুর রহমান একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশে জন্ম নিয়েছেন বলে তিনি সর্বোচ্চ অর্থমন্ত্রী হয়েছেন। আমেরিকা কিংবা ব্রিটেনে জন্ম নিলে তিনি সে দেশের প্রেসিডেন্ট হতে পারতেন। আমরা তার যথাযথ মূল্যায়ন করতে পারিনি।
বিভিন্ন সময়ে সাইফুর রহমানকে অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এম সাইফুর রহমান নিজে যে সার্কিট হাউস তৈরি করেছিলেন সেখানে তাকে থাকতে দেওয়া হয়নি। তিনি কখনো অপমানকে অপমান হিসেবে নেননি, যত আক্রমণ এসেছে কাজের মাধ্যমে তার প্রতিশোধ নিয়েছেন। তার কাছ থেকে কিছুটা শিখেছিলাম বলে আমরা স্বৈরাচারের কাছে মাথা নত করিনি।
শামসুজ্জামান দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সহচর এম সাইফুর রহমান বিএনপির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। হাজার নির্যাতনের মধ্যে যে আলোকবর্তিকা দলকে সামনের দিকে পথ দেখিয়েছিল সাইফুর রহমান তার অন্যতম একজন।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি