সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ :: আমি মো. ইসলাম আলী, দীর্ঘ দিন যাবত সাংবাদিকতার পেশায় জড়িত পাশা-পাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানব সেবায় একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা পৃথিবীতে এই আছি, এই নেই এটাই বাস্তবতা। সমাজে ভালো কাজ করে গেলে মৃত্যুর পরও তাহা একটি স্মৃতি হিসেবে থেকে যায়। আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়াইঘাট উপজেলা ৬নং ফতেহপুর চেয়ারম্যান পদে সতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করি। এর আগের নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। এবার চেয়ারম্যান পদে নিশ্চিত বিজয় ছিলো আমার। একমাত্র দলীয় নির্বাচন হওয়ার কারণে আমি হেরে যাই। হেরে গেলেও বিএনপির ধানের শীষের বর্তমান চেয়ারম্যানের চেয়েও আনারস প্রতীক নিয়ে অধিক ভোট পাই। জীবনে খুব ইচ্ছে ছিলো প্রাকৃতিক সম্পদে ভরপুর উন্নয়নে পিছিয়ে পরা গোয়াইঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে সাংবাদিকতার সুবাদে সরকারের সব জায়গায় যাওয়ার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর উন্নয়নে অবদান রাখা। কিন্তু এদেশে টাকা ছাড়া কোনো নির্বাচন করে বিজয় অর্জন করা যে সম্ভব নয় তা আমি ভালো করে বুঝতে পেরেছি। তাই যেহেতু কালো টাকা ও দলীয় শক্তি ছাড়া সাধারণ জনগণ নিয়ে কখনো জয়ী হওয়া সম্ভব নয়, বিবেচনায় নিয়ে আর কোনো নির্বাচনে অংশ গ্রহণ করার ইচ্ছে নেই। তবে যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যাবো। অতিশিগ্রই অরানৈতিক সংগঠন ‘বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ’র সভাপতি হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় রাখার দাবীতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বাক্ষরিত কপি হস্তান্তরের চেষ্টা করা হবে এবং দলীয় নির্বাচনের কারণে ইউনিয়ন পর্যায়ে জনগণের যে ভোগান্তি হয় তা তুলে ধরার ব্যবস্থা করা হবে। যাতে সরকারের উন্নয়ন থেকে কিভাবে জনগণ বঞ্চিত হয় তার চিত্র তুলে ধরা হবে। অবশেষে আমার নিজ গ্রাম ফতেহপুরে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) অন্যতম সঙ্গী গাজি শাহ (রহ.)-এর মাজারের মতোওয়াল্লী হিসেবে এলাকাবাসী আমাকে দায়ীত্ব প্রদান করায় আমার জীবনের শেষ স্বপ্ন, দীর্ঘ দিন ধরে অবহেলিত গাজি শাহ (রহ.) নামনুসারে আমাদের নিজ জায়গায় গাজি শাহ (রহ.) হাফিজিয়া ইসলামিয়া এতিমখানা প্রতিষ্ঠা করার উদ্দেগ নিয়েছি। খুব শিগ্রই আনুষ্টানিক ভাবে কার্যক্রম শুরু করা হবে। এতে আপনাদের দোয়া ও সহযোগীতা কামনা করছি এবং হযরত শাহজালাল (রহ.) অন্যতম সঙ্গী গাজি শাহের মাজারটি ঘুড়ে আসার আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি