শিবগঞ্জে হোটেলের খাবার খেয়ে ২৫ জন অসুস্থ, ১২ জন হাসপাতালে

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬

শিবগঞ্জে হোটেলের খাবার খেয়ে ২৫ জন অসুস্থ, ১২ জন হাসপাতালে

সুরমা মেইল নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তীপুরে একটি হোটেলের খাবার খেয়ে ২৫ গরু ব্যবসায়ী অসুস্থ হলে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিবগঞ্জ তর্তিপুর গরু হাটে গরু কেনার জন্য আসে গরু ব্যবসায়ীরা।

শনিবার (২১ মে) দুপুরে খাবার খেয়ে ১০ মিনিট পর তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১২ জন হলেন, মোহনপুর বিশুহারা এলাকার আবদুল, রাজশাহী বাঘমারা এলাকার এমদাদ, বাঘমারা মির্জাপুর এলাকার লুৎফর রহমান, দুলাল ও গোলাম, মোহনপুর কেশরহাট এলাকার শরিফুল ইসলাম, জাফর ও দুলাল, তানোর মুন্ডমালা এলাকার রাফিউল আলম ও আশিকুল ইসলাম ১২ জন।

হাসপাতালে ভর্তি অসুস্থ ব্যক্তিদের সঙ্গি মুকুল হোসেন ও পলাশ জানান, তর্তীপুরে সেন্টু ঘোষের হোটেলে শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে দুপুরে গরুর মাংস দিয়ে খাবার খেয়ে আমাদের সাথে ভুটভুটি চালক ও গরু ব্যবসায়ী খাবার খাওয়ার ১০ মিনিট পরই ঝিমুতে থাকে এবং জ্ঞান হারিয়ে ফেলে এবং কয়েকজন বমি করতে থাকে। এর পর গরুর হাট ইজাদারাদার ও কর্তৃপক্ষ কে জানালে তারা দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন রাফিউল আলম জানান, এটি চক্রান্ত বলে মনে হচ্ছে। তবে কোনো টাকা পয়সা খোয়া যায়নি। দুপুরে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় অসুস্থ ১২ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হন।

এব্যাপারে সেন্টু ঘোষের সাথে যোগাযোগের চেস্টা করেও তাকে পাওয়া যায়নি। গরুর হাট ইজারাদ সংশ্লিস্টরা জানান খবর পেয়ে তারা অসুস্থদের চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে ১২ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান জানান, হাসপাতালে ভর্তি অসুস্থ ১২ জন খাবার খেয়ে এমনটি হয়েছে,তবে তারা শঙ্কামুক্ত।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি এবং খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com