শিরোপার টিকিট নিশ্চিত করতে কাল সকালে মাঠে মেসি বাহিনী

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬

শিরোপার টিকিট নিশ্চিত করতে কাল সকালে মাঠে মেসি বাহিনী

imagesস্পোর্টস ডেস্ক : গত বছর কোপা আমেরিকার ফাইনালে খেলেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। তার আগের বছর বিশ্বকাপ হাতছাড়া হলো। এবার শতবর্ষী কোপার ফাইনালের দরজায়। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করতে আগামীকাল বুধবার সকালে মাঠে নামছেন লিওনেল মেসিরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এবার কোপা আমেরিকায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আর্জেন্টিনা। একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বের সব ম্যাচে জিতেছিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই কমপক্ষে দুটি করে গোল করেছে। সেমিফাইনালে উঠতে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়েছিল ৪-১ গোলের ব্যবধানে।

শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা প্রথম ম্যাচেই কলম্বিয়ার কাছে হেরেছিল। আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিপক্ষের জালে মোট সাত বার বল পাঠাতে পেরেছে। অন্যদিকে তিনটি গোল হজম করেছে।

বিপরীতে আর্জেন্টিনা প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। গ্রুপ পর্বে করেছিল মোট ১০ গোল। এখন পর্যন্ত তাদের গোলসংখ্যা ১৪। কিন্তু হজম করেছে মাত্র একটি গোল। সেই গোলটি করেছিল বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com