শিশুমুখের বাংলাদেশি গুপ্তঘাতক মুস্তাফিজ: এএফপি

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

শিশুমুখের বাংলাদেশি গুপ্তঘাতক মুস্তাফিজ: এএফপি

স্পোর্টস ডেস্ক : মুখচোরা স্বভাবের মুস্তাফিজুর রহমান। কথা বলেন খুবই কম। মুখ দিয়ে অনুচ্চ স্বরের ছোট ছোট বাক্য বের করেন। স্বল্পভাষী হলেও তিনি যে চিন্তা করেন অনেক বেশি তা আবারও বোঝা গেলো। বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় আবিষ্কার এ বোলার এখন খেলছেন ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল)। তাকে নিয়ে ভারতের বড় বড় পত্রিকা ফিচার করেছে। তার সাক্ষাৎকারও ছেপেছে অনেকে। তাকে নিয়ে রহস্যের যেন কিনারা নেই। কিন্তু এবার তাকে নিয়ে অনেক বড় একটি ফিচার করলো ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা ‘এএফপি’। তারা সেখানে মুস্তাফিজ, তার সেজো ভাই মোখলেছুর রহমান ও বাবা আবুল কাশেম গাজির সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছে। তাদের খবরের শিরোমানটার মধ্যেই মুস্তাফিজের চরিত্রের প্রায় সবটা চলে এসেছে। শিরোনাম হলো- আইপিএল: শিশুমুখের বাংলাদেশি গুপ্তঘাতক মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টে এলেন ঝড় হয়ে। সত্যিই মুস্তাফিজুর মুখের সারল্যমাখা নির্মল হাসি দেখে বোঝা যায় না, বল হাতে তিনি কতটা ভয়ঙ্কর। ব্যাটসম্যানদের জন্য ‘গুপ্তঘাতক’-ই বটে। মিছরির ছুরির মতো নিজের কাজটা করে যাচ্ছেন নিয়মিত। ‘এএফপি’ শুরুতেই মুস্তাফিজের অভিষেক, ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং, এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে তোলা ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেয়ার বিবরণ দিয়েছে। অভিষেকের এক বছরের মধ্যে কিভাবে বিশ্বের ‘মোস্ট ওয়ানটেড’ ক্রিকেটারে পরিণত হয়ে উঠেছেন সেটা বলেছে। মুস্তাফিজ টি-টোয়েন্টিতে গত এক বছরে সবচেয়ে কিপটে বোলার সেটার একটা পরিসংখ্যান তুলে ধরেছে। এছাড়া সাতক্ষীরার তেতুলিয়া থেকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে উঠে এসেছেন সেটা লিখেছে। আর মুস্তাফিজের সাক্ষাৎকারের সামান্য অংশ তুলে ধরেছেন। অল্প কথাই মুস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন তার চিন্তার গভীরতা। এক প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, আমি সব সময় আমার দেশের মাথা উঁচু দেখতে চাই। শুধু ক্রিকেটে নয় বরং সব ধরণের খেলায় মাথা মাথা উুঁচ দেখতে চাই। সাতক্ষীরায় নিজের গ্রামে ফিরলে কেমন লাগে- এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, খুবই বাল লাগে। বাড়ি গেলে মানুষ এসে আমাকে বলে, তোমার খেলা টিভিতে নিয়মিত দেখি। আজ তোমার খেলা দেখতে যাবো। সবার ভালবাসায় আমি মুগ্ধ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com