শিশুমৃত্যুর হার কমেছে ৫৩ শতাংশ-ইউনিসেফ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

শিশুমৃত্যুর হার কমেছে ৫৩ শতাংশ-ইউনিসেফ

MW-BZ111_cute_b_20140411074006_MG

সুরমা মেইলঃ ১৯৯০ সালে পাঁচ বছরের নীচে ১ কোটি ২৭ লাখ শিশু প্রতিবছর মারা যেতো। কিন্তু ২০১৫ সালে সেই সংখ্যা মাত্র ষাট লাখে এসে দাঁড়িয়েছে।

পঁচিশ বছর আগের তুলনায় বিশ্বে শিশুমৃত্যুর হার ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

তবে সাহায্য সংস্থাগুলো বলছে, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। কারণ শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশের নীচে নামিয়ে আনার জাতিসংঘের লক্ষ্য এখনো অর্জিত হয়নি।

ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা বলেন, এটি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। কিন্তু এখনো অনেক শিশু এমন সব রোগে মারা যাচ্ছে, যা আসলে প্রতিরোধ করা সম্ভব। তাই এখনো আমাদের অনেক কাজ করতে হবে।

ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন পাঁচ বছরের নীচে ১৬ হাজার শিশু মারা যাচ্ছে। এদের বেশিরভাগ অপুষ্টি, নিউমোনিয়া, ডায়রিয়া বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

এদের অন্তত ৪৫ শতাংশই একমাস পূর্ণ হওয়ার আগেই মারা যাচ্ছে।

যেসব দেশে অগ্রগতি হয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশও।

সাহারা মরুভূমির আশেপাশের দেশগুলোর শিশুরাই সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com