শিশু ধর্ষণের শাস্তি লিঙ্গচ্ছেদ, দাবি আদালতের

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৫

শিশু ধর্ষণের শাস্তি লিঙ্গচ্ছেদ, দাবি আদালতের
rape
সুরমা মেইলঃ শিশু ধর্ষণের জন্য লিঙ্গচ্ছেদের মতো কঠিন শাস্তি হওয়া উচিত বলে মনে করে মাদ্রাজের আদালত। সম্প্রতি কেন্দ্রের কাছে এমন দাবি জানিয়েছে ওই আদালত।
আদালত মনে করে, ভারতে আইনের ফাঁক দিয়ে শিশুদের ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ধর্ষকদের শাস্তির জন্য আরও কড়া আইন প্রনয়ন জন্য কেন্দ্রের কাছে দাবি জানালো মাদ্রাজ হাইকোর্ট।
তামিলনাড়ুর এক কিশোরের উপর যৌননির্যাতনের মামলার রায় দেওয়ার সময় এই মন্তব্য করেছে মাদ্রাজ হাইকোর্ট।
রায়ে বলা হয়েছে, ‘ভারতেদিনের পর দিন বেড়ে চলা শিশু ধর্ষণের ভয়াবহতা দেখেও আদালত এ রকম নীরব-নিথর দর্শকের ভূমিকা পালন করতে পারে না।’
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবাকারন বলেন, কড়া আইন থাকা সত্ত্বেও ভারতে বাড়ছে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা। আইনের ফাঁক গলে ছাড় পেয়ে যাচ্ছে অপরাধীরা। এই ঘৃণ্য অপরাধ আটকাতে বর্তমান আইন ব্যর্থ।
ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা-সহ যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্যে এবং রাশিয়া ও পোল্যান্ডে শিশুদের উপর যৌন নির্যাতনের শাস্তি লিঙ্গচ্ছেদ। সেখানে এই শাস্তির আইনি প্রচলনের পরেই অনেক কমেছে শিশুদের উপর যৌননির্যাতনের ঘটনা বলে দাবি বিচারকের।
আদালতের মতে, এই শাস্তি নৃশংস হলেও শিশু ধর্ষণের নৃশংসতা আটকাতে পাল্টা নৃশংস হওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনও উপায় নেই। আদালতের বিশ্বাস, শাস্তির মাত্রা চরম হলে তবেই অপরাধ করার আগে ভয় পাবে অপরাধীরা।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com