শিশু নির্যাতনের দায়ে রিচার্ডের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

শিশু নির্যাতনের দায়ে রিচার্ডের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : ধারণা করা হয়, প্রায় ২০০ শিশুর ওপর যৌণ নির্যাতন চালিয়েছেন বৃটিশ নাগরিক রিচার্ড হাকল। এবার রিচার্ডের বিরুদ্ধে আনা ৯১টি মামলায় একাধিক মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে বৃটেনের আদালত।
রিচার্ড মালয়েশিয়ার ছয় থেকে ১২ বছর বয়সী ছেলে ও মেয়েদের যৌণ নির্যাতন চালিয়ে তা ভিডিও করেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে আপলোড করারও পরিকল্পনা করেন তিনি। রিচার্ডের কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপে দুই হাজারেরও বেশি অশ্লীল ছবি ছিল। শুধু তাই নয়, শিশুদের ধর্ষণসহ নানা ধরণেরে যৌন নির্যাতন চালানোর বিষয়ে বিস্তারিত নোটও করতেন। এরসবই  উদ্ধার করা হয়েছে রিচার্ডের কাছ থেকে।
১৮ বা ১৯ বছর বয়সে মালয়েশিয়া যান ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার রিচার্ড। স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে শিশুদের নিয়ে কাজ করতেন তিনি। আর সেখানেই ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে এরকম জগণ্য অপকর্মগুলো চালান ৩০ বছর বয়সী রিচার্ড।
২০১৪ সালের ডিসেম্বরে মধ্য লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে রিচার্ডকে গ্রেফতার করে বৃটেনের ক্রাইম অ্যাজেন্সির কর্মকর্তারা। বুধবার লন্ডনের আদালত ওল্ড বেইলিতে রিচার্ডের বিরুদ্ধে শুনানি শুরু হয়। শুক্রবার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবে আদালত।
রিচার্ডের বিরুদ্ধে মোট ৯১টি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে ২৩টি অভিযোগ আনা হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের ওপর নির্যাতন চালানো সংক্রান্ত। ৯১ টি অভিযোগের মধ্যে ৭৩টি অভিযোগ স্বীকার করে নিয়েছেন রিচার্ড। সূত্র: বিবিসি
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com