শিশু মিরাজ হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

শিশু মিরাজ হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

child1457870442

সুরমা মেইল নিউজ : যশোরের চাঞ্চল্যকর স্কুলছাত্র শিশু রিয়াজুল ইসলাম মিরাজ (১৩) অপহরণ ও হত্যা মামলার রায়ে ৫ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় আরো ৪ আসামিকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার রোববার বিকেলে এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দ-প্রাপ্তরা হচ্ছে-জাহিদ হাসান মিলন, মহসিন রেজা শাহীন, মামুন চৌধুরী মুকুল, সোহাগ হোসেন ও রুবেল। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হচ্ছে-ইকবাল হোসেন, জোনাকি বেগম ওরফে রাশিদা, আবুল কাশেম কাশু ও হযরত আলী।

আদালত ফাঁসির দ-প্রাপ্ত ৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। অপরদিকে যাবজ্জীবন কারাদ-প্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছরের কারাদ- দেওয়া হয়।

রায় ঘোষণার সময় ফাঁসির দ-প্রাপ্ত আসামি জাহিদ হাসান মিলন, সোহাগ হোসেন ও রুবেল এবং যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত ইকবাল হোসেন ও জোনাকি বেগম ওরফে রাশিদা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। বাকিরা পলাতক রয়েছে। দ-প্রাপ্তরা ঝিকরগাছা উপজেলার লাউজনি, জয়কৃঞ্চপুর ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজনি গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের শিশুপুত্র রিয়াজুল ইসলাম মিরাজকে ২০১৩ সালের ২০ নভেম্বর অপহরণ করে দুর্বৃত্তরা তার বাবার কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দেনদরবারের পর অপহরণকারীরা ৩ লাখ টাকা চুক্তিতে তাকে ফিরিয়ে দিতে রাজি হয়। এ সময়ের মধ্যে তাদের কিছু টাকা দেওয়া হয়। কিন্তু অপহরণের দুদিন পর ২২ নভেম্বর মিরাজের লাশ একই উপজেলার নারাংগালি গ্রামের একটি জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com