সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলার আসামীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে মুনতাহা হত্যা মামলার প্রধান আসামী কুতুবজান বিবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট করেছেন।
।আরও পড়ুন
তবে মুনতাহা হত্যা মামলার আসামীর মৃত্যুর বিষয়টি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার কোন আসামী নয়। তিনি হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী আলিফজান বিবির মা ও শামীমা বেগম মার্জিয়ার নানি। ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারনে তিনি বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন।
এরপর থেকে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে মুনতাহা হত্যা মামলার অন্যতম আসামী কুতুবজান বিবি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনেককে ফেসবুকে মন্তব্য করতে দেখা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পক্ষ থেকে যোগাযোগ করা হয় কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদের সঙ্গে। তিনি বলেন, আমি যতদুর জানি কুতুবজান বিবি মামলার কোনো আসামী নয়। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ চাউড়া উত্তর গ্রামের ভাইয়ের বাড়িতে মারা গেছেন। তিনি বয়স্ক মানুষ। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
একইভাবে কতুবজান বিবির স্বাভাবিক মৃত্যু হয়েছে উল্লেখ করে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য বদরুল আলম বলেন, কুতুবজান বিবি মামলার কোনো আসামী না। তিনি আসামী মার্জিয়ার নানি ও আলিফজান বিবির মা। বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিতকারণে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
বদরুল বলেন, তার মৃত্যুর খবর থানাপুলিশকে অবগত করা হয়েছে। তিনি শিশু মুনতাহা হত্যা মামলার কোনো আসামী না হওয়ায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুনতাহা হত্যা মামলার আসামী কুতুবজান বিবির মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে কুতুবজান বিবি মামলার কোনো আসামী নয়। মূলত; তিনি আলোচিত মুনতাহা হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী আলিফজান বিবির মা। তিনি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারনে আজ সকাল ১০টার দিকে তার আপন ছোট ভাই অলিউর রহমানের বাড়িতে ইন্তেকাল করেছেন।
তিনি বলেন, আলোচিত মুনতাহা হত্যা মামলার সকল গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে রয়েছেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি