সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল): আপনি আজ যে অবস্থায় আছেন নিকট ভবিষ্যতে সে অবস্থার পরিবর্তন হবে। প্রেমে সাফল্যের জন্য অপেক্ষা করুন। দাম্পত্য সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হবে। কর্মে বাধা আছে। যাত্রাযোগ শুভ। আর্থিক দিক শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে): সময় অনেকটা কেটে গেলেও পুরনো বন্ধুকে আগের মতোই পাবেন। শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হতে পারে। পরিবারে খুশির খবর আসতে পারে। কর্মে উন্নতির যোগ। প্রেমে বাধা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। শুভ দিক দক্ষিণ।
মিথুন: (২২মে – ২১ জুন): প্রেম নিয়ে গোপনীয়তা অবলম্বন করার চেস্টা করুন। পারিবারিক সমস্যা সমাধান হয়ে শান্তি ফিরবে। আর্থিকযোগ শুভ। ভ্রমণের সম্ভাবনা। পরিবারের সঙ্গে বিনোদনের যোগ আছে। যাত্রাযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই): কাছের কোনো মানুষের চরিত্রের রং বদল আপনাকে অবাক করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে সমস্যা। ব্যবসায় বন্ধুর সাহায্যে উন্নতি হবে। প্রেমে বাধার সম্ভাবনা। বিদেশযাত্রায় সমস্যা হবে। শুভ দিক উত্তর।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট): চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবে। কিন্তু আপনার মাথা গরমের সমস্যার জন্য পরিস্থিতি কঠিন হবে। প্রেমে উন্নতির সম্ভাবনা। শিক্ষায় উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা আসতে পারে। আর্থিকযোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। আপনার মনের একান্ত চাওয়া পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি বাড়বে। সাফল্যের সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব সমাপন। ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ মিশ্র।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): প্রেমের বিষয়ে মনকে একটু সামলে রাখবেন। ব্যবসায় নতুন যোগাযোগ হবে। পরিবারে আনন্দ আসবে। পাওনা অর্থ ফিরে পাবেন। শুভ দিক দক্ষিণ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): প্রেমের বাধা মুক্তির সম্ভাবনা। সম্পত্তি লাভের সম্ভাবনা ক্ষীণ। কর্মে বাধার যোগ আছে। আর্থিক লেনদেনে সমস্যা। আইনি জটিলতা বাড়বে। যাত্রা শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): প্রেমে আপনি খুব বেশি পরিমাণে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। দাম্পত্য সমস্যার সমাধানের যোগ আছে। শিক্ষায় শুভযোগ। শুভ দিক পশ্চিম।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আপনার প্রেম নিয়ে বন্ধু মহলে আলোচনার সম্ভাবনা প্রবল। সম্পর্ক নিয়ে সতর্ক হওয়া দরকার। কর্মে বাধা আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। পাওনা অর্থ নিয়ে সমস্যা বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কোনো একটি চিন্তা আপনাকে সারাদিন চিন্তিত করে রাখতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় সমস্যা আসতে পারে। প্রেমে সফলতার সম্ভাবনা। প্রমোদ ভ্রমণের সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। প্রেম নিয়ে সমস্যা থাকলেও সমাধান হবে। কর্মে বাধা আসবে। তবে বন্ধুর সাহায্য পাবেন। পথে সমস্যার যোগ আছে। ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। শুভ দিক পশ্চিম।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি